পরবর্তী এসই সিরিজে থাকবে ওএলইডি প্যানেল
অ্যাপল তাদের পরবর্তী এসই সিরিজের ফোন আগামী বছর উন্মোচন করবে বলে জানা গেছে। এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও ডিভাইস সম্পর্কিত বিভিন্ন তথ্য সামনে আসছে। প্রকাশিত খবর অনুযায়ী, এসই ৪ ডিভাইসে ওএলইডি প্যানেল ব্যবহার করা হবে। খবর দ্য ইলেক।
খবরে বলা হয়, এসই সিরিজের ডিভাইসে ওএলইডি প্যানেল সরবরাহকারী হিসেবে দ্বিতীয় কোম্পানি হবে এলজি ডিসপ্লে। প্রথম সরবরাহকারী হিসেবে প্যানেল সরবরাহ করবে বিওই। স্যামসাংয়ের সঙ্গে প্রতিযোগিতার মাধ্যমে এ চুক্তি অর্জন করেছে বিওই।
সংশ্লিষ্টদের তথ্যানুযায়ী, আইফোন এসই ৪ এর জন্য সবচেয়ে বড় ডিসপ্লে ইউনিট সরবরাহ করবে বিওই। বাকি ডিসপ্লে ইউনিটগুলো দ্বিতীয় সরবরাহকারী কোম্পানির কাছ থেকে আসবে। দ্য ইলেকের তথ্যানুযায়ী, আইফোন এসই ৪ এর নতুন সংস্করণে ১৩ এর ডিসপ্লে প্যানেল ব্যবহার করা হলেও এর ফিচার কমিয়ে দেয়া হবে।
ডিবিটেক/বিএমটি







